Image

ইসলামনগর আবাসিক প্রকল্পে আপনাকে স্বাগতম

ঢাকা – আরিচা মহাসড়ক থেকে হেমায়েতপুর মোড় – পদ্মাসেতু সংযোগকারী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র ৫ কিলোমিটার দক্ষিণে, দূষণমুক্ত পরিবেশবান্ধব শিল্প এলাকার দক্ষিণে ধলেশ্বরী নদীর তীরে এক মনোরম পরিবেশে অবস্থিত। জাতীয় সংসদ ভবন থেকে মোহাম্মদপুর ও বসিলা ব্রিজ পার হয়ে মাত্র ১২ কিলোমিটার গেলেই ইসলামনগর আবাসিক প্রকল্পে পৌঁছানো যাবে।

" নাগরিক জীবনের সব আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ একটি নিরাপদ ও শান্ত পরিবেশে গড়ে উঠছে ইসলামনগর আবাসিক প্রকল্প। এখানে রয়েছে প্রশস্ত সড়ক, সবুজায়ন, পার্ক, খেলার মাঠ, ক্লাব হাউজ, শপিং কমপ্লেক্স, স্কুল, মসজিদ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো। আপনার স্বপ্নের ঠিকানা গড়তে ইসলামনগর আবাসিক প্রকল্পে আপনার বিনিয়োগ সঠিক সিদ্ধান্ত হবে। "

নাগরিক সুবিধাঃ

  1. প্রকল্পের অভ্যন্তরে ৩০ ফুট থেকে ৬০ ফুট চওড়া রাস্তার যোগাযোগ নেটওয়ার্ক।
  2. বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা।
  3. মসজিদ কমপ্লেক্স অনান্য ধর্মাবলস্বীদের জন্য উপাসনালয়, কবরস্থান, শিশুপার্ক, পার্ক, বোটিং ক্লাব, ব্যয়ামাগার ও সবুজ বেষ্টুনি।
  4. সকল মানের ষ্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ব্যাংক স্থাপনের সকল সুবিধা।
  5. স্পেশালাইজ হাসপাতাল, কমিউনিটি সেন্টার ও অত্যাধুনিক শপিংমল।
  6. ইউটিলিটি সাবষ্টেশন ও পরিকল্পিত ডাস্টবিন এবং খেলার মাঠ।
  7. ইসলামনগর আবাসিক প্রকল্প সন্ত্রাস ও মাদক মুক্ত এবং সার্বক্ষণিক নিরাপত্তার ব্যাবস্থা।

বিশেষ সুবিধাঃ

সীমানা প্রাচীর নির্মাণ, বাড়ির প্লান প্রণয়ন, প্লান পাশ করানো, বাড়ি নির্মাণ, গ্যাস, বিদ্যুত, পানি সংযোগ প্রভৃতি কাজে কোম্পানীর কন্সালটেন্সি সার্ভিসের সুযোগ।

  • রেডি প্লট, এখনই আপনার বাড়ি নির্মাণ শুরু করতে পারবেন ।
  • নিরাপদ ও শান্ত পরিবেশে গড়ে উঠছে ইসলামনগর আবাসিক প্রকল্প।
  • সবুজের মাঝে মনোরম পরিবেশে গড়ে উঠছে ইসলামনগর আবাসিক প্রকল্প।
  • আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ একটি আবাসিক এলাকা।

গুগল ম্যাপ অবস্থান